জুতার বাজারে ৬ মাসে ৯৪৩ কোটি টাকার ব্যবসা এপেক্স ফুটওয়্যারের
জুতার বাজারের দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যারের ব্যবসা ১৪ শতাংশ বেড়েছে আর মুনাফা বেড়েছে ৩৩ শতাংশের বেশি। কোম্পানিটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ৯৪৩ কোটি টাকার জুতা বা পণ্য বিক্রি করেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে কোম্পানিটি জুতা বিক্রি করেছিল ৮২৯ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বা বিক্রি বেড়েছে ১১৪ কোটি টাকা বা প্রায় ১৪ শতাংশ।
এপেক্স ফুটওয়্যারের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি তাদের গত ছয় মাসের আর্থিক প্রতিবেদনের তথা আয়-ব্যয় ও মুনাফার তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। তার আগে গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়ম অনুযায়ী তা বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মুনাফা