You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েলে ধর্মীয় প্রাচীন স্থাপনায় মিলল গাঁজা

১৯৬৩ সালের ঘটনা। ইসরায়েলের মৃত সমুদ্রের (ডেড সি) পশ্চিমে অবস্থিত তেল আরাদের প্রত্নতাত্ত্বিক এলাকা বারসেবা ভ্যালির অত্যন্ত পবিত্র জায়গা আলাদ পেলইন মন্দিরে চুনাপাথরের দু’টি বেদী পাওয়া যায়। বারসেবা ভ্যালির নিচ দিকে ছোট শহর ও উপরের দিকে পাহাড় রয়েছে। সেখানকার একটি মন্দিরে হিব্রুতে ঈশ্বরের নাম লেখা আছে, যা বাইবেলেও উল্লেখ আছে। সেখানে পাওয়া চুনাপাথরের দুই বেদী বর্তমানে ইসরায়েলের যাদুঘরে রয়েছে। গবেষকরা বলছেন, ওই বেদী দুই ধরনের উপকরণ পাওয়া গেছে। তার মধ্যে একটি হলো গাঁজার গাছ। গবেষকরা বলছেন, এই প্রথম এই অঞ্চলে প্রাচীন গাঁজার উপস্থিতির প্রমাণ মিলল। জেরুসালেমে অবস্থিত ইসরায়েল মিউজিয়ামের কিউরেটর ইরান আরিয়ে বলেন, সারাবিশ্বের মানুষ, বিশেষ করে করে প্রাচ্যের মানুষজন জানে যে, পরমাত্মার সান্নিধ্য লাভের আশায় বিভিন্ন সংস্কৃতিতে ভাবাবেগকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার হতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন