স্বামীকে বাইরে পাঠিয়ে প্রসূতির শ্লীলতাহানি
গর্ভবতী এক গৃহবধূ চিকিৎসা নিতে এসে কাজী আবু বক্কার সিদ্দিক নামে এক মেডিকেল টেকনোলজিষ্টের হাতে শ্লীলতাহানীর শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবু বক্কার সিদ্দিক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট হিসেবে চাকরি করছেন।
নাটোর জেলা সদরের বাসিন্দা তিনি। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে তিনি স্বামীর সঙ্গে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভকালীন টিকা নিতে যান। এ সময় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক তার স্বামীকে কৌশলে বের করে দেন।
টিকা দেয়ার নামে ওই মেডিকেল টেকনোলজিষ্ট তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তাকে কুপ্রস্তাবও দেয়া হয়। এক পর্যায়ে তিনি চিকিৎসা না নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, আবু বক্কার সিদ্দিক নামে ওই মেডিকেল টেকনোলজিষ্ট প্রায় তিন বছর আগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিকিৎসা সেবা
- শ্লীলতাহানি
- প্রসূতি
- নাটোর