
শমী কায়সার নতুন মামলায় গ্রেপ্তার, কাঠগড়ায় জ্যাকবের সাথে গল্পে সময় পার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরার আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দিয়েছেন।
শুনানির আগে শমী কায়সারকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী, এমপিকেও আদালতে তোলা হয়, এদিন তাদেরও গ্রেপ্তার দেখানোর আবেদনের উপরে শুনানির দিন ঠিক ছিল।
শুনানির চলাকালে আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সাথে গল্প করতে দেখা গেছে শমী কায়সার। পরে বিচারক এই অভিনেত্রীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে আদেশ দেওয়ার পর তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যাচেষ্টা মামলা
- শমী কায়সার