মিনিটেই সিলিং ফ্যান পরিষ্কার করার দারুণ কৌশল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১০:২০

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরবাড়ি পরিষ্কার রাখা খুব জরুরি। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই সেখানে সুস্থতা ও শান্তিও দুই-ই থাকা। তবে ঘর পরিষ্কার রাখার কাজটি খুব সহজ বলে মনে করাটাও ভুল। বিশেষ করে সিলিং ফ্যান। যা নিয়মিত পরিচ্ছন্ন রাখা বেশ কঠিন। তবে সমস্যা যেমন আছে তেমনি রয়েছে সমাধানও।

সহজে সিলিং ফ্যান পরিষ্কার করার রয়েছে সহজ ও কার্যকরী পদ্ধতি। তবে এই কাজটি একটু সাবধানতার সঙ্গে করতে হবে। যেহেতু এই পদ্ধতিতে সাবান পানি ব্যবহার হবে, তাই ফ্যান পরিষ্কার করার আগে অবশ্যই বৈদ্যুতিক লাইন অফ করে নিতে হবে। নইলে বিপদ ঘটার আশংকা থাকতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক সিলিং ফ্যান পরিষ্কার করার সহজ কৌশলটি-  > পুরনো পদ্ধতিতে যদি পরিষ্কার করতে চান, তবে প্রথমে ঝাড়ু দিয়ে ফ্যানের ব্লেড বা পাখাগুলো ভালো করে পরিষ্কার করে নিন।

এবার সাবান পানি দিয়ে ২ হাতে ভালো করে টেনে নিয়ে পরিষ্কার। > নতুন একটি কৌশল হচ্ছে, প্রথমে একটি পুরানো বালিশের কভার নিন। কভারটি সিন্থেটিকের হলেই সব থেকে ভালো কাজ করবে। এবার কোনো কিছুর সাহায্যে এটি ফ্যানের পাখায় লাগিয়ে দিন। তারপর কভারটি ব্লেডের বাইরে থেকে দুই হাত দিয়ে ভালো করে টানতে থাকুন। দেখবেন বালিশের কভারের ভেতরে সমস্ত ময়লা এসে জড়ো হয়েছে। একটি ব্লেডে তিনবার করে টানুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও