করোনাকালের এই সময়টায় ক্রিকেট মাঠে ফেরার জন্য কিছু পূর্বশর্ত তৈরি করেছে আইসিসি। সামনের সময়ের ক্রিকেট ম্যাচে এই শর্তগুলো পূরণ করেই মাঠে নামতে হবে। আপাতভাবে শর্তগুলো পড়তে এবং শুনতে বেশ ভালই লাগছে। কিন্তু খেলার মাঠে এমনসব শর্ত পূরণ আদৌই করা সম্ভব হবে কিনা- সেটাও একটা বড় প্রশ্ন।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এই প্রসঙ্গে আরো বড় কিছু প্রশ্ন তুলেছেন। সেইসব প্রশ্নের আরও পরিস্কার উত্তর চেয়েছেন তিনি আইসিসির কাছ থেকে।
আইসিসি এই সময়টায় ক্রিকেট মাঠের ফেরানোর পূর্বশর্তের লম্বা-চওড়া গাইডলাইন বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সাকিব নিজেও পড়েছেন সেই গাইডলাইন। তবে সেসব বিধি বিধান প্রসঙ্গে সাকিব নিজেও অনেক বিষয়ে স্পষ্ঠ কোন ধারণা পাননি। সেই কারণে তিনি এসব বিষয়ে আইসিসির কাছ থেকে আরও পরিস্কার ব্যাখ্যা চেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.