মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় জনগণ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাটুরিয়া থানা পুলিশ। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে নারাজ নির্মাণাধীন ভবনের কন্ট্রাকটর। আর রডসহ আটক হওয়া চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। এতে করে উদ্ধার হওয়া রড আর আটক দুই ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
রোববার (২৪ মে) সকালে সাটুরিয়া উপজেলার উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এমন চিত্রই দেখা যায়। জব্দকৃত রডবোঝাই পিকআপ ভ্যানটি মাঠে জব্দ করে রাখা হয়েছে। এর পাশেই পিকআপ ভ্যানচালক শেখ আব্দুল মান্নান ও পিকআপ ভ্যান ভাড়া করা জনি সাহাকে দেখা যায়। চার দিকে জটলা করে রাখা জনতার মাঝে সার্বিক তথ্য সংগ্রহে ব্যস্ত সাটুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.