ঢাকায় সকালের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে, দিনে কিছুটা কমতে পারে শীত

ঢাকা পোষ্ট ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:১২

পৌষের মধ্যভাগে ঢাকায় শীতের আমেজ আরও বেড়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৬টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।


তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এতে করে দিনের বেলা শীতের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে। 


সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও