‘এই শীতে এখনা কম্বলও পাই নাই, বাবা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭

সপ্তাহ ধরে উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে কুড়িগ্রাম। তার মধ্যেই পেটের দায়ে মাঠে কাজ করছিলেন বৃদ্ধা মমেনা খাতুন। এমন তীব্র শীতের মধ্যেও সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তার ভাগ্যে জোটেনি বলে আফসোস এই নারীর।


৬০ বছরের মমেনা চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দ্বীপচর বজরা দিয়ারখাতার বাসিন্দা।


নারী প্রধান পরিবারের মমেনা বলেন, “এই শীতে এখনা কম্বলও পাই নাই বাবা। ঠান্ডায় নাতি-নাতনীগুলো কষ্ট করছে। কাপড় কেনার টাকা নেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও