ত্রাণের প্যাকেটে চাল কম, টাকার হিসাবে গড়মিল

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৮:৫৯

যশোরের অভয়নগরে বিতরণ করা ত্রাণের প্যাকেটে ওজনে কম চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার চালের সঙ্গে শুকনো খাবার বিতরণের জন্য যে নগদ অর্থ দেওয়া হয়েছিল তার হিসাবেও গড়মিল দেখা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অভয়নগর উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য সাধারণ ত্রাণ (জিআর) বাবদ ১৪৪ মেট্রিক টন চাল, শুকনো খাবারের জন্য (আলু, ডাল ও সাবান) নগদ ৫ লাখ ৫১ হাজার টাকা এবং শিশুখাদ্য বাবদ আরও ২ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ২৭ মার্চ থেকে ২ মে পর্যন্ত সাত কিস্তিতে এই বরাদ্দ দেওয়া হয়। তবে চেয়ারম্যানেরা জানান, সাধারণত তাঁরা উপজেলা খাদ্যগুদাম থেকে তাঁদের নামে বরাদ্দের চাল (৫০ কেজির বস্তা) তুলে এনে বিতরণ করেন। এবার ইউএনও নিজেই তাঁদের বরাদ্দের চাল তুলে খাদ্যগুদামের মধ্যে শ্রমিকদের দিয়ে ‘প্রধানমন্ত্রীর উপহার’ লেখা ১০ কেজির প্যাকেটে প্যাকেট করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও