চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ ইতালি। মারাত্মক আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে ইতালিতে প্রাণহানির সংখ্যা দিনে দিনে কমতে থাকায় আশার আলো দেখছে ইতালির ছয় কোটি মানুষ। সেই সাথে দিনেদিনে বাড়ছে সুস্থতার সংখ্যা।
শনিবার প্রাণহানি হয়েছে ১১৯ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩২ হাজার ৭৩৫ জন এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৫৭২ জন।
দেশটিতেএখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭ হাজার ৭৫২ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ১২০ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৩৮ হাজার ৮৪০ জন। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।
আজ নতুন আক্রান্ত ৬৬৯ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৩২৭ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.