মৃত্যুর পর জানা গেল সাবেক সিভিল সার্জন করোনায় আক্রান্ত ছিলেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:৩৪

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ৫৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, সিলেট নগরের আখালিয়া এলাকার ওই বৃদ্ধ শনিবার সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে এসে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন আসলে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও