কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেসব বেকিং উপকরণ ভালো থাকে ফ্রিজারে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৬:০০

রোজ রোজ বেকিং করা না হলেও একবারে বেশি পরিমাণে ময়দা, বেকিং পাউডার অথবা অন্যান্য উপকরণ কিনে রেখে দেওয়া হয় ঘরে। দীর্ঘদিন এসব উপকরণ ভালো রাখতে চাইলে রেখে দিন ডিপ ফ্রিজে। জেনে নিন কোন উপকরণ কতদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে।ময়দা রুম টেম্পারেচারে রাখলে পোকা হতে পারে।

মুখবন্ধ পাত্রে ফ্রিজারে রাখুন। দুই বছর পর্যন্ত অটুট থাকবে ময়দার স্বাদ ও গুণ।পিজা বা রুটি বানাতে প্রয়োজন হয় ইস্ট। এটি সাধারণত ছোট বোতলে পাওয়া যায়। এভাবেই ফ্রিজারে রেখে দিলে দুই বছর পর্যন্ত ভালো থাকবে।মুখবন্ধ পাত্রে বেকিং সোডা রেখে দিন ফ্রিজারে।

এটি সবসময়ই ব্যবহার করতে পারবেন যেকোনও বেকিংয়ের ক্ষেত্রে।ডিম এক বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে। তবে খোসাসহ রাখবেন না। ডিম ফেটে মুখবন্ধ বাটিতে রাখুন।ক্রিম চার মাস পর্যন্ত ভালো থাকে ডিপ ফ্রিজে।মাখন ফ্রিজারে রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও