You have reached your daily news limit

Please log in to continue


হগের সেরা একাদশে ভারতের চার, নেই কোহলি

গত কয়েকদিন ধরেই ক্রিকেট মহলে চলছে পাকিস্তানি অধিনায়ক বিরাট কোহলি বনাম পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের মধ্যকার তর্ক-বিতর্ক। কারও মতে কোহলিই সেরা, কেউ আবার মনে করেন বারব আজম ছাড়িয়ে যাবেন কোহলিকেও। এই তর্কে নতুন করে ঘি ঢাললেন অস্ট্রেলিয়ার সাবেক চায়নাম্যান ব্র্যাড হগ। তিনি নিজের পছন্দের বর্তমান সময়ের সেরা টেস্ট একাদশে রেখেছেন বাবরকে। কিন্তু জায়গা দেননি কোহলিকে। শুধু তাই নয়, তার পছন্দের একাদশে কোহলি না থাকলেও, আছেন চারজন ভারতীয় ক্রিকেটার। শনিবার প্রকাশিত এই একাদশে বাবরকে রাখার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমি এই একাদশে বাবরকে রেখেছি কারণ গতবছর পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে সে ব্রিসবেনে একটি সেঞ্চুরি করেছিল। ব্রিসবেনের উইকেটে সফররত যে কারও জন্য পারফরম করা খুবই কঠিন। তবে সে প্রমাণ করেছে নিজের সামর্থ্য। যে কারণে বর্তমানে সেরাদের মধ্যে অন্যতম সে।’ একইসঙ্গে কোহলিকে না রাখার কারণও বলেছেন তিনি, ‘আমি জানি সবাই জিজ্ঞেস করবে যে বিরাট কোহলি কেন নেই? তবে আপনি যদি তার শেষ ১৫টা ইনিংস দেখেন, তাহলে দেখতে পাবেন মাত্র চারবার ৩১ রানের বেশি করতে পেরেছে। ঠিক এ কারণেই আমার এ বছরের একাদশে কোহলি নেই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন