টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

বণিক বার্তা প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:০২

র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শামীম হোসেন ওরফে হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী বাজারের পাশে সেনা কল্যাণ ভবনের কাছে মাজারবস্তি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, শামীম হোসেন টঙ্গী ও বনানী থানার একজন মোস্ট ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮ থেকে ২০টি মামলা রয়েছে। শামীম ও তার দল টঙ্গী, উত্তরা ও বনানী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। শামীম হোসেন গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মাজারবস্তি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারের পাশে সেনা কল্যাণ ভবনের কাছে মাজারবস্তি এলাকায় একদল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পায় র‍্যাব। পরে সেখানে অভিযানে যায় র‍্যাব-১ এর সদস্যরা। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুপক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

তিনি আরো জানান, গোলাগুলির একপর্যায়ে দুর্ধর্ষ সন্ত্রাসী শামীম হোসেন ওরফে হাসান গুলিবিদ্ধ হন। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হাসানকে উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও দুটি ম্যাগজিনসহ ৮০০ ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও