![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/site/img/common.png?v=2.0)
পবিত্র জুমাতুল বিদা ও আল কুদস দিবস আজ
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ মে ২০২০, ১০:৩৩
রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বলা হয়। আজ রমজানা মাসের শেষ শুক্রবার হওয়ায় পবিত্র জুমাতুল বিদা আজ। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই দিনে জুমার নামাজ আদায়ের জন্য ব্যাকুল থাকেন মুমিন-মুসলমানরা। আল্লাহর দরবারে হাজির হয়ে বিগলিত চিত্তে মাগফিরাত কামনা করেন।
ইসলামের সূচনাকালে মদিনায় যখন রমজানে রোজার বিধান নাজিল হয়, তখন থেকেই প্রতি বছর রমজানের শেষ জুমাকে বিশেষ গুরুত্বসহকারে আদায় করে আসছে মুসলিম উম্মাহ। তবে এবার ছোঁয়াছে করেনাভাইরাসের কারণে স্বল্প পরিসরে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা। যারা মসজিদে জুমার জামাতে যাবেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন। এর পাশাপাশি আজ আন্তর্জাতিক আল কুদস দিবসও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইসলাম
- জুমাতুল বিদা