করোনার সঙ্গে আমলাতান্ত্রিক ভাইরাসের বিরুদ্ধেও প্রতিরোধ গড়তে হবে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ত্রাণের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির জন্য শুধু স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযুক্ত করে সত্যকে আড়াল করা হচ্ছে। এবার এই ত্রাণ সহায়তায় সব দায়িত্ব আমলাদের হাতে। তারা ১-২ দিনের মাথায় তালিকা তৈরির নির্দেশ দিলে অসাধু ব্যক্তিরা এর সুযোগ নেবে সেটাই স্বাভাবিক। তাই করোনার সঙ্গে আমলাতান্ত্রিক ভাইরাসের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে পার্টির ঢাকা মহানগরীর ত্রাণ বিতরণ কর্মসূচির সমাপনীতে এসব কথা বলেন তিনি।
ওয়ার্কার্স পার্টির এই ত্রাণ তৎপরতায় যারা সহযোগিতা করেছেন তাদের মেনন ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের তালিকা তৈরির ব্যাপারে পাকিস্তান আমলের আমলতান্ত্রিক পদ্ধতিই অনুসরণ করা হয়েছে। ‘সফটওয়ারে’ সব কালোকে সাদা করার দাবি ঠিক না। কারণ মানুষই এর পেছনে কাজ করে। জনপ্রতিনিধিদের পেছনে ঠেলে দিয়ে আমলাতন্ত্র যখন চালকের সিটে বসে তখন এ ধরনের অন্যায় হবেই। মেনন বলেন, এটা ঠিক যে ত্রাণের চাল আত্মসাতের জন্য বহু স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.