পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বন্দরে আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শফিকুল ইসলাম জানান, বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুুপুরে প্রশাসনের সঙ্গে বন্দরের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন সবোর্চ্চ ৪০টি ট্রাকে পণ্য রপ্তানির সিদ্ধান্ত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.