মসিকে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন

বার্তা২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ২০:০৩

বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালে না গিয়ে ঘরে থেকে সাধারণ রোগগুলোর চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

বুধবার (২০ মে) দুপুরে মসিকে স্থাপিত এ টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

মসিক সূত্র জানায়, ০১৮৯৩-৩৮২৫৬২ নাম্বারে কল করে বিনামূল্যের এই টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবে ময়মনসিংহ সিটি করপোরেশনের যেকোনো নাগরিক। এতে সার্বিক সহায়তা প্রদান করছে ‘মাই ডক্টর হোম হেলথ কেয়ার সার্ভিসেস’।

টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে ময়মনসিংহ নগরের বাসিন্দাদের জন্য চিকিৎসাসেবাকে সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে। এছাড়া, সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে টেলিমেডিসিন সেন্টার প্রদত্ত এসএমএস সুপারিশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং এসকে হাসপাতালে পাঠানো হবে বলেও জানান সিটি মেয়র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও