ইফতারে প্রাণ জুড়াবে ভিন্ন স্বাদের কাশিক ফালুদা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ মে ২০২০, ১৬:৫৬
চলছে পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারে তাই থাকা চাই প্রাণ জুড়ানো খাবার। যা দেহে শক্তি ও প্রশান্তি দুটোই দেবে। এক্ষেত্রে আজ ইফতারে রাখুন সুস্বাদু ও স্বাস্থ্যকর কাশিক ফালুদা। খেতে বেশ সুস্বাদু কাশিক ফালুদা তৈরি করাও একদম সহজ।
আর এটি তৈরি করতে সময়ও লাগে খুব কম। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ভিন্ন স্বাদের কাশিক ফালুদা তৈরির রেসিপিটি- উপকরণ: ভ্যানিলা আইসক্রিম হাফ কাপ, দুধ ১ কাপ, জেলি ১ টেবিল চামচ, হাফ কাপ সবুজ মিক্সড ফ্রুটস, হাফ কাপ ফালুদা নুডলস, আধা চা চামচ কাজু বাদাম কুচি, আধা চা চামচ কিশমিশ।
- ট্যাগ:
- লাইফ
- ফালুদা
- বিখ্যাত রেসিপি