প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু কন্যার গলায় ছুরি চালালো পাষণ্ড বাবা

নয়া দিগন্ত প্রকাশিত: ২০ মে ২০২০, ১৪:৫৯

জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের চার বছরের শিশু সন্তানের গলায় ছুরি চালিয়েছে এক পাষণ্ড বাবা। বুধবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামে এ ঘটনা ঘটে। পাষণ্ড বাবা মসিদুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এলাকাবাসী জানায়, একই গ্রামের শনে আলীর ছেলে হাফিজুল ইসলামের (৪৫) সাথে ৭০ শতক জমি নিয়ে মসিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে সম্প্রতি মসিদুল ঘর তুলে। বুধবার সকালে হাফিজুল ইসলাম তার দলবল নিয়ে মসিদুলের ঘর ভাঙচুর করছিল।

এ সময় মসিদুল ইসলাম প্রতিপক্ষকে ফাঁসাতে ধারালো ছুরি দিয়ে তার চার বছরের মেয়ে সুমী আক্তারের গলাকেটে মাটিতে ফেলে দেয়। এ অবস্থায় প্রতিপক্ষরা পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দিয়ে গ্রামবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ডিমলা থানার ওসি মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও