![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_230170_1.jpg)
করোনার রাজনৈতিক ও ব্যবসায়িক ফায়দা
এটি খুবই জনপ্রিয় মানবিক উপলব্দি যে, যুদ্ধে কেউ জিতে না। কিন্তু কেউই কি জিতে না? পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্রসমূহের উপর অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় জেতার যে কৌশলগত লক্ষ্য নিয়ে জর্জ বুশ ২০০৩ সালে ইরাক আক্রমণ করেছিলেন, বলা যায়, সেসব ব্যক্তিগত লক্ষ্যের প্রায় পুরোটাই সফল হয়েছিল।
সে যুদ্ধে ইরাকের ২০ হাজার সৈন্য ও ১.৮২ লাখ বেসামরিক মানুষ এবং যুক্তরাষ্ট্রের সাড়ে ৪ হাজার সাধারণ সৈনিক প্রাণ হারালেও উল্লসিত হয়েছিলেন বুশ ও তার কট্টর সমর্থকেরা, যারা তাকে ২০০৪-এর নির্বাচনে বিজয়ী করেছিল।