
বিশ্ব বদলে গেছে, দেশ গড়তে মেধাবী রাজনীতিবিদ লাগবে
অনেকদিন ধরে আমাদের দেশে মেধাভিত্তিক রাজনীতি অনুপস্থিত। এটাকে এখন মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। এখন বিশ্ব বদলে গেছে, দেশ বদলে গেছে, মানুষ বদলে গেছে, প্রেক্ষাপটও বদলে গেছে। সুতরাং এটা যারা করবে না রাজনীতিও হবে না, দেশ গড়াও হবে না। দেশ গড়তে হলে মেধাবী রাজনীতিবিদ লাগবে।
জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন।
জাগো নিউজ: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র দেখেন কি না?
আমীর খসরু মাহমুদ চৌধুরী: না না, কেন ষড়যন্ত্র দেখবো? একটা সিদ্ধান্ত হয়েছে লন্ডনে। একটা জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের জয়েন্ট স্টেটমেন্ট কেউ দেখেছে? জয়েন্ট স্টেটমেন্ট পড়েছে সরকারের পক্ষ থেকে। আমি তো পড়িনি। সরকারের কমিটমেন্ট না থাকলে উনারা জয়েন স্টেটমেন্টে যেতো? আমি মনে করি না। আমি কেন সন্দেহ করবো? কেন প্রশ্নবিদ্ধ করব? প্রশ্নবিদ্ধ করার মতো কোনো ঘটনা ঘটেছে?
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক বিতর্ক
- রাজনৈতিক বক্তব্য