
কেন কথায় কথায় ভারতের দাদাগিরি?
দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই অভিযান চালাতে গিয়ে অবৈধভাবে নির্মিত মসজিদ-মন্দিরসহ বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর খিলক্ষেতে রেলের এমনই কিছু জমি ছিল। সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় একটি টিনশেডের দুর্গা মন্দির সরিয়ে নেওয়া হয়েছে।
এটাই এখন গুজবসৃষ্ট "সাম্প্রদায়িক" বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুঃখজনক হলো- এই দেশে এখন কথায় কথায় অনাকাঙ্ক্ষিত সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা হয়; বিশেষ করে এক বছরে এই প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে। এর সাথে যুক্ত হয়েছে- কথায় কথায় ভারতের বিবৃতি। দেশটির অবাঞ্ছিত দাদাগিরিতে আমরা ভীষণভাবে বিরক্ত।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান