ধুনটে ‘ঘুষ নিয়ে’ ভর্তুকির যন্ত্র অন্যকে দিলেন কৃষি কর্মকর্তা !
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৯:১৪
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটারি যন্ত্র) পাওয়ার আশায় কৃষি কর্মকর্তার দাবিকৃত লাখ টাকা উৎকোচ দেন আলেফ বাদশা নামে এক কৃষক। কিন্ত তার ভাগ্যে জোটেনি ধান কাটা যন্ত্রটি। তিনি কৃষি কর্মকর্তার প্রতারনার শিকার হয়েছেন। ফলে ওই কৃষক বগুড়া জেলা প্রশাসকের নিকট উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এছাড়া এই অভিযোগের অনুলিপি বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট জমা দিয়েছেন।
মঙ্গলবার সকালে কালের কন্ঠের কাছে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।