ত্বকের উজ্জলতা বাড়াতে গুঁড়া দুধের প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৯:৩০
এখন রূপচর্চার জন্য পার্লারে যাওয়ার সুযোগ না থাকলেও হাতে অবসর রয়েছে অনেক। কাছাকাছি থাকা বিভিন্ন উপকরণের সাহায্যে তাই ঘরেই যত্ন নিতে পারেন ত্বকের। গুঁড়া দুধের ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন। জেনে নিন তিনটি প্যাক সম্পর্কে।
১ চা চামচ ময়দা ও ১ চা চামচ গুঁড়া দুধের সঙ্গে প্রয়োজন মতো কমলার রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। পানি দিয়ে ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিন। এটি ত্বকের মরা চামড়া দূর করে ত্বক করবে কোমল ও উজ্জ্বল।২ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ গুঁড়া দুধ ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। পেস্টটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে দাগ দূর হবে।মুলতানি মাটি ও গুঁড়া দুধের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- রূপ চর্চা