দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে মেয়র তাপস

সময় টিভি প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৯:৩৭

দায়িত্ব নেয়ার পরদিনই দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করে আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র। এ বিষয়ে মেয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স বলে জানান সচিব। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, শুধু দু-একজনের বিরুদ্ধে নয়, দুর্নীতির শেকড় উৎপাটন করা গেলে তবেই সুফল মিলবে।

বরখাস্ত হওয়া ঢাকা দক্ষিণ সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান মিস্টার ১০ পার্সেন্ট নামে পরিচিত ছিলেন। ১০ শতাংশ কমিশন ছাড়া কোনো কাজই তিনি করতেন না। বরখাস্ত হওয়া প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও নতুন নয়।

দায়িত্ব নেয়ার পরদিনই এ দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন ডিএসসিসি মেয়র। দুর্নীতির বিরুদ্ধে মেয়রের এমন অবস্থানে আশার আলো দেখছেন সবাই। ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানান, দুর্নীতির বিরুদ্ধে মেয়রের অবস্থান জিরো টলারেন্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও