You have reached your daily news limit

Please log in to continue


ঘূর্ণিঝড়ের খবর জানার পর যা করবেন

একদিকে করোনার আতঙ্ক অন্যদিকে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আঘাত হানতে এগিয়ে আসছে আম্পান। এ দুর্যোগের জেরে ঝড়বৃষ্টি শুরু হবে মঙ্গলবার (১৯ মে) থেকে।    ঘূর্ণিঝড়ের খবর জানার পর থেকেই সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। উপকুলীয় এলাকাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে কয়েক হাজার আশ্রয় কেন্দ্র।  ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস বা ভারীবর্ষণ হতে পারে। এমন প্রাকৃতিক দুযোর্গের সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। তথ্য আগে পাওয়ায় প্রস্তুতি নেওয়া বেশ সহজ হয়ে যায়। এতে করে জানমালের ক্ষতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এসময় যা করতে হবে:  •    বাড়িতে থাকা নিরাপদ মনে না হলে আশ্রয় কেন্দ্র চলে যেতে হবে  •    পরিবারের সবার প্রয়োজনীয় পোশাক, শুকনা খাবার, ওষুধ, জরুরি কাগজ ও কিছু নগদ অর্থ সঙ্গে নিন •    মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন  •    জরুরি সেবার নাম্বারগুলো মনে করে সংগ্রহ করুন  •    আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, সাবধানতা অবলম্বন করুন  •    সংবাদে বা মাইকিং করে স্থানীয় প্রশাসন থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলো মেনে চলুন •    করোনার এই সময়ে চেষ্টা করুন শারীরিক দূরত্ব বজায় চলতে এবং মাস্ক ব্যবহার করতে •    ঝড়ের পরে সরকারি বা এনজিও-র সাহায্যের জন্য অপেক্ষা না করে, নিজেরাই কাজ শুরু করতে হবে •
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন