ইফতারে শরবত না হলে কি চলে! এদিকে টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই জানেন?
ইফতারে ঠান্ডা কিছু পান করতে চাইলে তৈরি করে ফেলুন টক দইয়ের শরবত। রেসিপি খুবই সহজ। চলুন জেনে নেয়া যাক- উপকরণ:টক দই- ১ কাপগুঁড়া দুধ-৩ টেবিল চামচলবণ- ১/২ চা চামচচিনি- ১/২ কাপপানি- পরিমাণমতোবরফের টুকরো- কয়েকটি। প্রণালি:সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত আপনার সারদিনের রোজা শেষে ক্লান্তিকে মুহূর্তেই দূর করে দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.