ঈদের আগেই নখ সুন্দর ও লম্বা করুন ঘরোয়া উপায়ে
লম্বা, মসৃণ আর সুন্দর নখ পছন্দ করেন না এমন নারী কমই আছেন। লম্বা নখ হাত ও পায়ের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। তবে অনেক সময় বিভিন্ন কারণে নখ ঠিকভাবে বাড়তে পারে না। অল্পতেই ভেঙ্গে যায় বা দাগ পড়ে যায়। এজন্য নিয়মিত পার্লারে গিয়ে অনেকেই মেনিকিউর করে থাকেন। তবে এখনকার এই পরিস্থিতিতে পার্লারে যাওয়াটাও নিরপদ নয়। এদিকে তো আবার কয়েকদিন পরই আসছে ঈদ। তাই ঘরোয়া কিছু উপায় ঈদের আগেই নখ সুন্দর ও লম্বা করতে পারেন। জেনে নিন সেগুলো-
রসুন নখ লম্বা করতে রসুন খুবই সহায়ক। রসুনের কোয়া কেটে আপনার নখে ঘষুন। প্রতিদিন একবার করে নখে রসুন ঘষুন। এক সপ্তাহের মধ্যে নখ বাড়তে শুরু করবে। রসুনে সেলেনিয়াম থাকে, যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে। নারকেল তেল নখের জন্য খুবই উপকারী নারকেল তেল। ত্বক এবং চুলের পাশাপাশি নারকেল তেল নখ বাড়াতেও সহায়তা করে। যাদের নখ অল্পতেই ভেঙে যায়, তারা নখে নারকেল তেল লাগাতে পারেন। একটি পাত্রে নারকেল তেলের মধ্যে মধু মিশিয়ে নিন। তারপরে ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণটিতে আপনার নখ ডুবিয়ে রাখুন। লেবুর রস ত্বক এবং চুলের পাশাপাশি লেবু নখের জন্যও অনেক উপকারী। লেবুতে ভিটামিন সি রয়েছে যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে। তুলার বলে লেবুর রস নিয়ে তা নখে লাগান। এটি করার ফলে নখ আগের চেয়ে শক্ত হয়ে উঠবে। লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নখে ম্যাসাজ করলেও নখ লম্বা হয়। টুথপেস্ট নখ বাড়ানোর জন্য আপনি টুথপেস্টও ব্যবহার করতে পারেন। নখের উপরে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষুন। আপনার নখ এক সপ্তাহের মধ্যে বেড়ে উঠবে।
- ট্যাগ:
- লাইফ
- নখের যত্ন
- ঘরোয়া উপায়
- ঈদের সাজগোজ