কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার টিকা পেতে লাগবে এক বছর: ইইউ

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মে ২০২০, ১২:১১

কোভিড-১৯ এর সম্ভাব্য বেশ কয়েকটি ভ্যাকসিন বা টিকা পরীক্ষা এরইমধ্যে শুরু হয়েছে৷ কিন্তু সেগুলো কবে নাগাদ চূড়ান্ত হবে? ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি বলছে সেগুলো অনুমোদনের পর্যায়ে আসতে সময় লাগবে অন্তত এক বছর৷ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ প্রস্তুতকারক থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের লড়াই চালিয়ে যাচ্ছে৷

এখন পর্যন্ত ১১৫ টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই৷ এরমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে৷ তবে সেগুলো কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷ ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি ইএমএ বলছে খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে৷

সংস্থাটির প্রধন মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগুলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে৷’ খবর ডয়চে ভেলের। সাধারণত কোন রোগের প্রতিষেধক আবিষ্কারে বছরের পর বছর সময় লেগে যায়৷ তবে কোভিড ১৯ মহামারির ক্ষেত্রে বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদনের ধাপগুলো দ্রুত শেষ করার পদক্ষেপ নিয়েছে৷ করোনা ভাইরাস দূর করাও এখন নির্ভর করছে কত দ্রুত টিকা আবিষ্কার হবে তার উপরেই৷ ক্যাভালেরি বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তার উপর নির্ভর করে কিছু পূর্বাভাষ দেয়া হচ্ছে মাত্র৷ তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভাল পরিস্থিতির বিবেচনায়৷ যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে৷ ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও