রাজশাহীতে অকার্যকর নমুনা হাজারের বেশি
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১১:৪৪
রাজশাহীতে করোনাভাইরাস পরীক্ষার সময় অকার্যকর নমুনার হার বেড়েই চলেছে। এমনকি এক দিনে সর্বোচ্চ ৬৫টি নমুনা অকার্যকর পাওয়া গেছে। গত শুক্রবার পর্যন্ত অকার্যকর নমুনার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫টি, যা মোট নমুনার ২৩ শতাংশের বেশি। এই অবস্থায় পিসিআর মেশিনে কোনো সমস্যা হচ্ছে কি না, তা যাচাই করে দেখার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।