![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/05/16/image-152125-1589646854.jpg)
করোনায় পুরুষদের বাসায় ইতিকাফ: ইসলাম কি বলে?
রমজান মাস বান্দার মুক্তি ও কল্যাণ প্রাপ্তির ক্ষেত্রে আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক অপার নেয়ামত। এ মাস একজন মুমিন নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে প্রস্তুত করার জন্য সর্বোচ্চ প্রশিক্ষণের সময়ও বটে। এ মাসে অনেকগুলো ইবাদতের মধ্যে ইতিকাফ অন্যতম। ইতিকাফ সুন্নাহ হলেও গুরুত্ব বিবেচনায় ইসলামে এটির অবস্থান খুবই শক্তিশালী। পুরো রমজান ব্যাপী বিভিন্ন কারণে যারা ইবাদত পালনে প্রয়োজনীর সময় দেয়া এবং মনোযোগী হওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকেন তাদের জন্য এবং লাইলাতুল ক্বদর প্রাপ্তির জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। তাই লাইতুল ক্বদর প্রাপ্তি ইতিকাফের অন্যতম উদ্দেশ্য বলেই রাসূল (স:) ইনতিকালের আগ পর্যন্ত রমজানের শেষ দশদিন ইতিকাফ পালন করতেন (বাখারী-২০২৬ ; মুসলিম-১১৭২)।