ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ইত্তেফাক প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৫:২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা চেয়ে বাড়িতে গিয়ে গুলি করার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর মোহন মেম্বারের বাড়ি হতে অস্ত্র ও গুলি উদ্ধারের পর বাড়ির গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় করা মামলার দুই এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, আলোচিত এই ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিদের গ্রেফতার করলে তাদের জবানবন্দি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আমাদের অভিযান অব্যাহত আছে। এর আগে গতমঙ্গলবার রাতে 'মার্সেল এক্সকুসিভ'র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের পৌর সদরের মধ্যপাড়া বাড়িতে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়ে না পেয়ে প্রকাশ্যে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় ছোঁড়াকৃত গুলি ঘরের টিভিতে পড়ায় বেচেঁ যায় লোকজন। পরে তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় চাঁদার দাবিকৃত টাকা নিতে আবারো আসবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ডিলার রফিকুল ঘটনার পরদিন বুধবার থানায় মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও