খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসা একটি অজগর সাপ কবরস্থান থেকে উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধারের পর সন্ধ্যা ৬টায় লাউয়াছড়ায় অজগরটি অবমুক্ত করা হয়। ঘটনাটি শুক্রবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বালিগাঁও এলাকায়। জানা যায়, বালিগাঁও গ্রামের স্কুলছাত্র সোহান আহমেদ মোকামটিলা নামক এলাকার কবরস্থানে পাশ দিয়ে যাবার সময় দেখতে পায় একটি অজগর সাপ কবরের গর্তে আশ্রয় নিয়েছে। খবরটি বন বিভাগের স্থানীয় বনটহল দলের সদস্য মহসিনকে জানালে তিনি বন বিভাগকে অবহিত করেন। সংবাদ পেয়ে লাউয়াছড়া বন্যপ্রাণি ও সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার মোনায়েম হোসেন নেতৃত্বে বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.