![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/May/15/1589534578212.jpg&width=600&height=315&top=271)
চাঁদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর পর শাশুড়ি নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী তানজিনা আক্তার রিতুর নিহত হওয়ার পর এবার শাশুড়ি পারভীন আক্তারও মারা গেছেন।
শাশুড়ি পারভীন বেগম দুইদিন চিকিৎসাধীন থেকে শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। খুনের ঘটনায় ঘাতক জামাতা আল মামুন মোহনকে বৃহষ্পতিবার আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুনের ঘটনায় রিতুর স্বামী আল মামুন মোহনকে প্রধান ও তার ভাই এবং বোনকে আসামী করে নিহত রিতুর চাচা লিয়াকত খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী জাকারিয়া জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে প্রস্তুতি নেয়া হয়েছে। খুনের ঘটনাটি ১৩ মে বুধবার ইফতার পুর্ব সময়ে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, স্বামী আল মামুন মোহন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের মনতাজ মাস্টারের ছেলে। স্ত্রী তানজিনা আক্তার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামের খাঁ বাড়ির সেলিম খানের মেয়ে। প্রায় আড়াই বছর আগে তাদের বিবাহ হয়। তানজিনা তার বাবার বাড়িতে থেকে