বিকেল ৪টেয় দ্বিতীয় দফায় মোদীর আর্থিক প্যাকেজের ব্যাখ্যা দেবেন নির্মলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের সময় ২০ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। প্রথম দফায় সেই প্যাকেজের ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার ফের তিনি সেই প্যাকেজ সম্পর্কে আরও সবিস্তার জানাবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দ্বিতীয় দফায় সাংবাদিক সম্মেলন করবেন নির্মলা। আর্থিক প্যাকেজের অন্যান্য দিকগুলি তিনি দেশবাসীর সামনে তুলে ধরবেন।
করোনা সঙ্কট কাটিয়ে নতুন ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার যে আর্থিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারই প্রথম কিস্তির তালিকা প্রকাশ করলেন। দেশের শিল্প ও বাণিজ্য মহল এ দিনের ঘোষণাকে দরাজ সার্টিফিকেট দিলেও বিরোধী দলের নেতা-নেত্রীরা এই প্যাকেজকে ‘ভাঁওতা’ ছাড়া অন্য কিছু মানতে নারাজ।