কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: লকডাউনে বেপরোয়া সুন্দরবনের হরিণ শিকারীরা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১১:১৯

করোনা পরিস্থিতিতে সারাবিশ্বে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। মানুষ ও যানবাহনের চলাফেরা নিয়ন্ত্রণ করায় পরিবেশ দূষণের হারও কমেছে অনেক।প্রিয় মাতৃভূমি বাংলাদেশও কার্যত লকডাউন। লকডাউনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনেও পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।বনে প্রবেশ নিষিদ্ধ থাকায় বনের অতন্দ্র প্রহরী বনরক্ষীরাও কিছুটা ঝিমিয়ে পড়েছে। এই সুযোগে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারে মেতে উঠেছে অসাধু চোরা শিকারীরা। সুন্দরবনের হরিণ শিকারের জন্য সব সময় চোরা শিকারীরা তৎপর থাকলেও লকডাউনের পর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।তবে বনবিভাগ বলছে চোরা শিকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ। কার্যত এই আদেশের পরে বনরক্ষীরা কিছুটা ঢিমে তালে তাদের দায়িত্ব পালন শুরু করেন। এই সুযোগে চোরা শিকারীরা তৎপর হয়ে ওঠে হরিণ শিকারে। লকডাউন শুরু হওয়ার পর থেকে ১২ মে পর্যন্ত বনবিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এর সঙ্গে এক হাজার ৯৫০ ফুট ফাঁদ, কয়েকটি নৌকা ও ট্রলার জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হরিণ শিকারের অপরাধে ছয় জন চোরা শিকারীকে আটক করা হয়।৫ মে সর্বশেষ ৩০ কেজি হরিণের মাংস ও ৭শ ফুট ফাঁদসহ তিনজনকে আটক করে বন বিভাগ। ওই সময় শিকারীদের পেতে রাখা ফাঁদে আটক ২২টি হরিণ বনে অবমুক্ত করে বনরক্ষীরা। এসবতো যারা অপরাধ করে ধরা পড়েছেন তাদের পরিসংখ্যান। এর বাইরে চোরা শিকারীরা কি পরিমাণ হরিণ ও হরিণের মাংস চালান করেছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারও কাছে। এছাড়া পূর্ব সুন্দরবন বনবিভাগ অভিযান চালিয়ে গেল এক বছরে ২৩১ কেজি হরিণের মাংস, ১০টি চামড়া, তিনটি মাথা জব্দ করে। আটক করা হয় ২৫ জন হরিণ শিকারীকে।এসময় চোরা শিকারীদের ব্যবহৃত ১০টি ট্রলার, ২৫টি নৌকা ও পাঁচ হাজার ফুপের বেশি ফাঁদ উদ্ধার করে বনবিভাগ। এসব ঘটনায় করা মামলার ৬৭ জন আসামি পলাতক রয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকাবাসী বলছেন, করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় বনের অভ্যন্তরে মায়াবী, চিত্রা হরিণ নিধনে মেতে উঠেছে সংঘবদ্ধ কয়েকটি শিকারী চক্র। এ চক্রের সদস্যরা গোপনে বা  ছদ্মবেশে বনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে। কখনো বা জীবিত হরিণও গোপনে পাচার করে দিচ্ছে। গত এক মাসে অন্তত অর্ধশত হরিণ শিকারের ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও