বাইরে যেতে হতে হলে অবশ্যই যা করবেন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ মে ২০২০, ০৮:৩৯

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় প্রত্যেককেই থাকতে হচ্ছে ঘরবন্দি। তবে জরুরি কাজে মাঝেমধ্যে বাইরেও বের হওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু বাইরে গিয়ে বা বাইরে থেকে ঘরে ফিরে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে। করোনা ঠেকাতে প্রতিষেধক বা ওষুধ মেলেনি এখনও। যেকারণে মাস্ক ব্যবহার, সাবানপানি আর স্যানিটাইজারে হাত ধোয়ায় কোভিড-১৯-কে ঘায়েল করার অস্ত্র। প্রতিষেধক বা ওষুধের দেখা না পাওয়া পর্যন্ত জীবনযাপনে এসব সতর্কতা নো মানার বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, এই সময়টা বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। বাড়িতে বানানো খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ। বাইরের খাবারে মোটেও ঝুঁকি নেওয়া যাবে না। বাজার-দোকানে যেতে হলে খুব দরকার না পড়লে বাড়িতে মোবাইল রেখে যান। যাদের অফিস করতে হয়, তারা মোবাইল রাখুন ব্যাগের মধ্যে। খুব দরকার না হলে ফোন বের করবেন না। মোবাইল থেকেও সংক্রমণ ছড়ায়। আর মোবাইল নিয়ে গেলে বাড়ি ফিরে অ্যান্টিসেপটিক লোশনে তুলো ভিজিয়ে মুছে নিন মোবাইল। স্যানিটাইজার লাগিয়েও পরিষ্কার করতে পারেন ফোন। সেক্ষেত্রে তুলোয় করে স্যানিটাইজার লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। মোবাইলের কভার আলাদা করে সাবান দিয়ে কচলে ধুয়ে নিন। সাবানপানি ধুয়ে নিতে পারেন। বাজারের ব্যাগ তো বটে অফিসের ব্যাগও সাবানপানি কীটনাশক মেশানো পানি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো পানি তুলো ভিজিয়ে তা দিয়ে মুছে নিতে পারেন। বাজারের ব্যাগ অবশ্যই কেচে নেবেন। বাইরে বেরনোর জন্য গাড়ি ব্যবহার করলে সেই গাড়িও নিয়ম করে ধুতে হবে। জীবাণুনাশক স্প্রে করতে হবে নিয়মিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও