গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটের নমুনা চেয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের চিঠ

সমকাল প্রকাশিত: ১৩ মে ২০২০, ০০:২০

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কভিড-১৯ শনাক্তকরণে র‌্যাপিড কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য নমুনা চেয়ে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। মঙ্গলবার সমকালকে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার বেল দু’টার পর তার কাছে এ চিঠি এসে পৌঁছে। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০টি নমুনা ও খরচ বাবদ চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা খুশির খবর। বিলম্বে হলেও বিএসএমএমইউর কাছ থেকে আজকে চিঠি পাওয়া গেছে। যেহেতু বেলা দু’টার পর চিঠি এসেছে এ কারনে খরচের টাকা জমা দেওয়া যায়নি। বুধবার সকালেই এ টাকা জমা দেওয়া হবে এবং কিটের নমুনা পৌঁছে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও