তারকা-তারকা বন্ধু, তাও আবার হয় নাকি? বিনোদন দুনিয়া মানেই তো রেষারেষি, একে অন্যকে টক্কর দেয়ার চেষ্টা। সেখানে এমন বন্ধুত্ব! শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে আত্মত্যাগ বলিউড পাড়া খুব কমই দেখেছে। এক্ষেত্রে আরেক উঠতি তারকার জন্য আত্মত্যাগের সবচেয়ে বড় উদাহরণ কমেডি কিং গোবিন্দ। সময়টা ১৯৯৮ সাল। সে সময় গোবিন্দর বাজার একেবারে তুঙ্গে। ‘হিরো নম্বর ওয়ান’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘নসিব’- একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছেন তিনি। অভিনেতা সে সময় ঠিক করেন, বিখ্যাত হলিউড সিনেমা ‘ফ্রেঞ্চ কিস’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন। সে মতোই শুরু হয় প্রস্তুতি। ছবির অভিনেতা-অভিনেত্রী, সংগীত পরিচালক সবই চূড়ান্ত হল। নামও ঠিক হল, ‘দিল দিওয়ানা মানে না’। ছবির শুটিং শুরু হবে হবে করছে। এমন সময় গোবিন্দর কাছে খবর আসে, অজয় দেবগণও একই কনসেপ্টের একটি ছবিতে অভিনয় করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.