নতুন ভোরের অপেক্ষা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২০, ১০:৪১
সারা মাস টানাটানির মধ্যে চলি। বরং বলা যায়, চলতে হয়। মাসের শুরুতে বেতনের পুরোটা এনে তাঁর হাতে দিই। এরপর আবার তাঁর কাছ থেকেই ধার নিই। দিনে দিনে দেনার পরিমাণ বাড়তেই থাকে। তবে স্বস্তির খবর হচ্ছে, আমি কখনো দেউলিয়া হই না!
সংসারের এক দশক হলো। বাজারসদাই, রান্নাবান্না, কাপড় ধোয়া, টয়লেটসহ বাসা পরিষ্কার, স্কুলগামী ছেলেকে তৈরি করা, সামলানো, পড়ানো—সব দায়িত্ব এই অধ্যাপক-পত্নীর।
এর মানে এই নয়,...
- ট্যাগ:
- লাইফ
- দৈনন্দিন জীবন
- 1. বাংলাদেশ