বিলুপ্তপ্রায় ১৬ বানরকে বিষ খাইয়ে হত্যা, ফুঁসে উঠেছে এলাকাবাসী
এনটিভি
প্রকাশিত: ০৮ মে ২০২০, ০৯:০৫
মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া এলাকার ঐতিহ্যবাহী বানর আগের মতো আর চোখে পড়ে না। যা আছে তাও বিলুপ্তপ্রায়। এমন অবস্থায় সম্প্রতি পরিকল্পিতভাবে বিষ খাইয়ে ১৬টি বানর হত্যা করে দুষ্কৃতিকারীরা। বানরগুলো গত মঙ্গলবার থেকে যন্ত্রণায় একে একে মারা যেতে থাকে। এতে দোষীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে মৃত বানরগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা করেছেন মাদারীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (ভারপ্রাপ্ত সামাজিক বন
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিষ খাইয়ে হত্যা
- মাদারীপুর