করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। কিন্তু আগামী ১০ মে থেকে খুলছে হাটবাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিং মল। যদিও বাণিজ্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে চারটি শর্ত জুড়ে দিয়েছে। তবে এতে করে করোনাভাইরাসে বিস্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আর কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি বলছে, তারা এখনই ঢালাওভাবে দোকানপাট খোলার পক্ষে নন, এ বিষয়ে রোগতত্ত্ববিদদের সঙ্গে পরামর্শ করতে হবে।বিশেষজ্ঞরা বলছেন, একজন সংক্রমিত মানুষ যতজন মানুষের সংস্পর্শে আসবেন ততজনই আক্রান্ত হবেন। লক্ষণ উপসর্গ ছাড়া কোভিড-১৯ আক্রান্ত একজন কোনও জনসমাবেশ, পোশাক কারখানা বা শপিং মলে গিয়ে যতজনের সংস্পর্শে আসবেন ততজনকেই সংক্রমিত করবেন। এতে করে বাংলাদেশ করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি চক্রে যাচ্ছে। এ থেকে খুব সহজে নিস্তার মিলবে না বলেও মন্তব্য তাদের।এদিকে মঙ্গলবার ( ৫ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর পোশাক কারখানা খোলায় এবং দোকানপাটে আনাগোনা বেড়ে যাওয়াতে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.