মানুষ করোনায় মৃত্যু মেনে নেবে, কিন্তু অনাহারে মৃত্যু মানতে চাইবে না
বাংলাদেশে পরিপূর্ণ লক ডাউন অসম্ভব। ঢিলেঢালা লক ডাউনের কোন মানে নেই, এই লক ডাউন বাতিল করা উচিৎ। আমাদের দেশ অতি ঘনবসতি পূর্ণ একটি দেশ। যে দেশের বেশির ভাগ মানুষ সুশিক্ষিত নয়। আরো বড় অংশ অতি দরিদ্র। এই অতি দরিদ্রদের কখনো ক্ষুধামন্দা রোগ হয়না! এদের বাচ্চারা পান্তা ভাত পেলে, হামলে পড়ে খায়! আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ