৭ করোনা রোগীর সঙ্গে একই বাড়িতে আতঙ্কে তিন্নি
                        
                            সমকাল
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ মে ২০২০, ১৭:১০
                        
                    
                শ্রাবস্তী দত্ত তিন্নি। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এই অভিনেত্রীই ১২ সাল থেকে শোবিজ থেকে লাপাত্তা। মানে অভিনয় করছেন না। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ। এখন প্রথম সংসারের মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবসা করছেন কানাডার কুইবেক প্রদেশে। শোবিজে নেই। তাহলে হুট করেই আলোচনায় কেনো তিনি। তার একটা কারণও আছে। করোনা ভাইরাসের এই সময়টাতে আতঙ্কে দিন কাটছে প্রতিটি মানুষের । তিন্নিরও। দূর দেশে তিনি যে বাড়িটিতে থাকছেন সে বাড়িটিতে সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেই সাত করোনা রোগীর সঙ্গে একই বাড়িতে থাকতে হচ্ছে তিন্নি ও তার ১১ বছর বয়সী মেয়ে ওয়ারিশাকে।