অদ্ভুত এক নীরবতায় আচ্ছন্ন ঢাকা। ১১০-১২০ ডেসিবলের শব্দ দূষণ নেমে এসেছে প্রায় শূন্যে। বাতাসে পিএম এর মাত্রাও অনেক নিচে নেমে এসেছে। সুইসভিত্তিক সংস্থা এয়ার ভিজুয়ালের তথ্য মোতাবেক, বায়ু দূষণে শীর্ষে অবস্থানকারী ঢাকা এখন ২৩ নম্বরে। মানুষের ছোবলে, দংশনে নির্যাতিত প্রকৃতি যেন জীবন ফিরে পেয়েছে। অস্বাভাবিক কিছু ঘটনা চোখে পড়েছে। রাজধানীতে দল বেঁধে সশব্দে টিয়া পাখি উড়ে যাচ্ছে। ঘুঘুর অবিরাম ডাক শোনা যাচ্ছে। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে চিল খুব নিচ দিয়ে মহানন্দে উড়ে যাচ্ছে। অলিগলিতে বেজি ছোটাছুটি করছে। এ যেন অচেনা অজানা এক ঢাকা। প্রাকৃতিক নিয়মে এভাবেই মানুষ পশুপাখি, কীট-পতঙ্গ একে অপরের অনুষঙ্গ। পুরো পৃথিবীই অদ্ভুত ছন্দময়। আমাদের জীবন ছন্দময়। নদী-
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.