কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একলা ফ্ল্যাট, একটা রাত আর কিছু গোপন কথা!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০০:০০

সময় এখন বড্ড খারাপ। চারদিকে করোনার ফণা, মৃত্যুর খবরে আকাশ-বাতাস ভীষণ ভারী। সব ক’টা জানালাও বন্ধ। দূর থেকে হঠাৎ সাইরেন বাজতেই জেগে উঠছে ছোট্র কোনো নতুন জীবন। মায়ের ভালোবাসার ছোঁয়ায় আবার সে ঘুমিয়ে পড়ছে। তারই মাঝে ফেরিওলার হাঁকডাক আবারও ঘুম থেকে উঠে গেল শিশুটি। এবার আর ঘুমাবে না সে। খুব অভিমান।

কেন যে এই সুন্দর পৃথিবী এভাবে ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। কোনো রাতের সাথে নেই কোনো রাতের মিল। কোনো মানুষের সাথেও নেই মানুষের। নেই তো মনে মনেও মিল। এই অমিলের দুনিয়ায় তবু মিলের খোঁজে ছুটে চলা। ঘর বাঁধা আবার ঘর ভাঙা-নদীর তীরের মতোই চলে জীবনেরও এই খেলা। বাস্তবিকভাবে প্রতিটা জিনিসেও যেন এমন মিল অমিলের ছোঁয়া পাওয়া যায়। কেউ স্বপ্ন দেখেন কেউ আবার স্বপ্ন ভাঙেন। যে যাকে চায় হয়তো দিন শেষে তাকে আর পায় না। আবারও কখনো পেয়েও যায়।

দেখুন না সিনেমায় কত রঙ, কত হাসি আর কত কান্না। যদি দুটি চরিত্রকে আজ হাজির করি আপনাদের সামনে। এক সৃজিত, আরেক জয়া। নিশ্চয়ই চিনতে কষ্ট হচ্ছে না। চেনাটা স্বাভাবিক। দুজনই কিন্তু অভিনয় জগতের মানুষ। আর সেই খাতিরেই পরিচয় তাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও