‘উরি আল্লাহ এ কি দেখতিছি, আপনারে একটু ছুঁয়ে দেখি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
শরণার্থীদের গল্পে তরুণ নির্মাতা সুকর্ন সাহেদ ধীমান ‘ফেউ’ নামের যে সিরিজটি নির্মাণ করেছেন সেটি দেখতে দর্শকদের আর অপেক্ষা করতে হবে দুই সপ্তাহ।
চরকি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফেউ’ আসছে ২৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে।
এর মধ্যে সিরিজের ৪১ সেকেন্ডের টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা মিলেছে অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবনসহ কয়েক জনের।