চুয়াডাঙ্গায় কৃষকদের কাছে প্রণোদনার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
বণিক বার্তা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ১৯:০১
পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষিকে যান্ত্রিককরণের লক্ষ্যে প্রণোদনার মাধ্যমে অনুমোদিত সাতজন কৃষকের মধ্যে চারটি হার্ভেস্টার, দুটি ধানকাটা ও একটি ধান লাগানো যন্ত্রের চাবি ও চুক্তিনামা হস্তান্তর করা হয়েছে। সরকারিভাবে এতে প্রণোদনা দেয়া হয়েছে ৫৯ লাখ ৫ হাজার টাকা। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবি ও চুক্তিনামা হস্তান্তর করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।